English Version
আপডেট : ২৪ জুন, ২০২১ ১২:৩৫

সালমান খানের শো’তে সুশান্তের দুই প্রেমিকা!

অনলাইন ডেস্ক
সালমান খানের শো’তে সুশান্তের দুই প্রেমিকা!

বলিউডের প্রয়াত তারকা সুশান্ত সিং রাজপুতের দুই প্রেমিকা রিয়া চক্রবর্তী ও অঙ্কিতা লোখান্ডকে এবার একসাথে দেখা যেতে পারে দেশটির সিনেমা জগতের সবচেয়ে বড় তারকা সালমান খানের রিয়্যালিটি শো ‘বিগ বস’ এ। এ নিয়ে ভারতে শুরু হয়েছে তুমুল আলোচনা।

২০১০ সাল ২০১৬ পর্যন্ত অঙ্কিতার সঙ্গে প্রেম ছিল সুশান্তের। আর রিয়ার সঙ্গে সম্পর্ক ছিল ২০১৯ থেকে জীবনের শেষ দিন পর্যন্ত। কিন্তু সুশান্তর আত্মহত্যার পর দুজনের জীবন নিয়েই কাটাছেঁড়া চলে। এক দিকে সুশান্তর মৃত্যুর জন্য দায়ী করা হয় রিয়াকে। অন্য দিকে অভিনেতার মৃত্যুকে পুঁজি করায় আক্রমণের শিকার হন অঙ্কিতা। অনলাইনে আক্রমণের শিকার এই দুই অভিনেত্রীই এখন পর্দায় এক জোট হতে দেখা যাবে বলে শোনা যাচ্ছে।

‘বিগ বস ১৫’ শুরু হবে অক্টোবরে। প্রতিযোগী তালিকায় রিয়ার নাম শোনা যাচ্ছিল কয়েক দিন আগে থেকেই। কিন্তু তিনি এই প্রস্তাবে রাজি হয়েছেন কি-না সে কথা জানা যায়নি। সম্প্রতি অনলাইনে পাওয়া তালিকায় অঙ্কিতার নাম দেখা গেছে।মুম্বাইয়ের টেলিভিশন পাড়ায় শোনা যাচ্ছে, রিয়া চক্রবর্তী এখনো কোনো জবাব দেননি। তিনি যদি রাজি হন, তবে অঙ্কিতা লোখান্ডের সঙ্গে ‘বিগ বস’-এর ঘরে দেখা যাবে একসঙ্গে।