English Version
আপডেট : ১৯ জুন, ২০২১ ১২:০৬

অসুস্থ পরীমনি

অনলাইন ডেস্ক
অসুস্থ পরীমনি

হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন চিত্রনায়িকা পরীমনি। জ্বরে আক্রান্ত হয়েছেন তিনি। সঙ্গে রয়েছে শ্বাসকষ্টও।

শুক্রবার (১৮ জুন) সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।

তিনি বলেন, ‘ডিবিতে কথা বলতে যাওয়ার দিনই পরীমনির জ্বর ছিল। আমারও ঠাণ্ডা লেগেছে।’

জানা গেছে, ১৫ জুন মহানগর গোয়েন্দা পুলিশের সঙ্গে (ডিবি) কথা বলতে যাওয়ার দিন থেকেই জ্বর জ্বর ভাব ছিল তার। বৃহস্পতিবার থেকে পুরোপুরি জ্বরে আক্রান্ত তিনি।

বিশ্ব সুন্দরির পর চয়নিকার অন্তরালে নামের একটি ওয়েব সিরিজে কাজ করার কথা পরীমনির। সব ঠিক থাকলে চলতি মাসের শেষে ওয়েব সিরিজটির শুটিং শুরু হবে।

উল্লেখ্য, বোট ক্লাবে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ তোলার পর পরীমনিকে নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এর মধ্যেই গত বুধবার পরীমনির বিরুদ্ধে রাজধানীর গুলশানের অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের অভিযোগ ওঠে।

সেদিন রাতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পরীমনি। সেখানে জানান, তিনি অল কমিউনিটি সেন্টারে গিয়েছিলেন সত্যি, কিন্তু অপ্রীতিকর কোনো ঘটনা ঘটানটি।