English Version
আপডেট : ১৫ জুন, ২০২১ ১৬:১০

এবার পরীমনিকে ডিবি কার্যালয়ে ডেকেছে পুলিশ

অনলাইন ডেস্ক
এবার পরীমনিকে ডিবি কার্যালয়ে ডেকেছে পুলিশ

ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনিকে রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে ডাকা হয়েছে। বিষয়টি নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন এই অভিনেত্রী। মঙ্গলবার (১৫ জুন) বিকাল ৪টা নাগাদ পরীমনি ডিবি কার্যালয়ে যাবেন বলেও জানা গেছে।

এদিকে ডিবির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান পরীমনিকে ডিবিতে ডাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার বাদী হিসেবে পরীমনিকে ডাকা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা তার বক্তব্য শুনবেন। এছাড়া মামলার আসামিদের জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাওয়া গেছে সে বিষয় নিয়েও পরীমনির সঙ্গে কথা বলা হবে।

গত রবিবার (১৩ জুন) রাতে পরীমনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে ‘ধর্ষণ ও হত্যাচেষ্টার’ অভিযোগ তুললে সারাদেশে আলোড়ন সৃষ্টি হয়। প্রতিকার চেয়ে তিনি বনানী থানায় গিয়ে কোনো সাড়া পাননি বলে অভিযোগ করেন। ফেসবুক পোস্টে বিচার চেয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য কামনা করেন।

ঘটনার সোমবার (১৪ জুন) পরদিন দুপুর ১২টার দিকে সাভার মডেল থানায় একটি মামলা করেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী। এতে নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে আরও চারজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। পরীমনির করা মামলার পর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।