English Version
আপডেট : ১৩ জুন, ২০২১ ১০:৫২

দুনিয়াটা বোধহয় এভাবেই চলে, এতে নেই কোনো মিষ্টত্ব: নিখিল

অনলাইন ডেস্ক
দুনিয়াটা বোধহয় এভাবেই চলে, এতে নেই কোনো মিষ্টত্ব: নিখিল

বহুদিন ধরেই নিখিল ও নুসরাতের মনোমালিন্যের খবর শোনা যাচ্ছিলো। জল্পনার সেই আগুনে নতুন করে ঘৃতাহুতি পড়ে নুসরাতের মা হওয়ার জল্পনায়। সেপ্টেম্বরে সন্তানের জন্ম দিতে চলেছেন টলিপাড়ার অভিনেত্রী। এ কথা আগেই শোনা গিয়েছিলো।

শুক্রবার তার বেবি বাম্পের ছবিও প্রকাশ্যে আসে। তার আগেই অবশ্য নিখিল জানিয়ে দিয়েছিলেন নুসরাতের সন্তানের বাবা তিনি নন। সেই সময় নুসরাতের সন্তানের বাবা হিসেবে অভিনেতা যশের নাম শোনা গিয়েছিলো। তারপরই শুরু হয় বিবৃতি পাল্টা বিবৃতির পালা।

নুসরাত দাবি করেছিলেন তুরস্কে ঘটা করে করা ডেস্টিনেশন ওয়েডিং ভারতে বৈধ নয়। তাই বিয়ে নয় তিনি নিখিল জৈনের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন। নিখিল নাকি তার অ্যাকাউন্ট থেকে না বলে টাকা তুলেছেন।

অন্যদিকে নিখিলের অভিযোগ, বারবার বলা সত্ত্বেও বিয়ের রেজিস্ট্রেশন করতে রাজি হননি নুসরাত। অভিনেত্রীর বাড়ির লোন শোধের জন্য নাকি নিখিল টাকা দিয়েছিলেন। সেই টাকা ফেরত পাননি বলেই অভিযোগ করেন। নিজেকে প্রতারিত মনে করছেন বলেও জানান।

গোটা বিষয়টি ইতিমধ্যেই দেওয়ানি আদালত পর্যন্ত গড়িয়েছে। এমন পরিস্থিতিতেই শনিবার ইনস্টাগ্রামে আবেগঘন স্টোরি শেয়ার করেন। আর তার মাধ্যমেই যেন নিজের মানসিক পরিস্থিতির কথা বোঝাতে চাইলেন নুসরাতের প্রাক্তন ‘লিভ-ইন পার্টনার’।