English Version
আপডেট : ৯ জুন, ২০২১ ১৬:৫৮

দীঘির ইচ্ছা শরীর থেকে আট থেকে নয় কেজি ওজন কমাবেন

অনলাইন ডেস্ক
দীঘির ইচ্ছা শরীর থেকে আট থেকে নয় কেজি ওজন কমাবেন

শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তার পুরোটাই পেয়েছিলেন চাচ্চু সিনেমার সেই ছোট্ট দীঘি। তবে বয়স বাড়ার সাথে সাথে যখন নায়িকা হিসেবে পদার্পণ করলেন তখন আর সেভাবে জনপ্রিয়তা পাননি। একসাথে বেশ কিছু ছবির কাজ করলেও শুরুতেই ধাক্কা খেয়েছেন এই অভিনেত্রী। সিনেমা বোদ্ধাদের মতে মূলত দীঘির ওজন বৃদ্ধি এবং সিনেমার গল্পের কারনেই পিছিয়ে পড়ছেন দীঘি। সমালোচকদের সমালোচনাকেই গুরুত্ব দিয়েছেন দীঘি। তাই এবার নেমেছেন নিজের শরীর থেকে ওজন বের করে ফেলার।

বর্তমানে কাজের মাঝেই নিয়মিত জিমে সময় দিচ্ছেন দীঘি। খাওয়া দাওয়ায় এনেছেন পরিবর্তন। দীঘির ইচ্ছা শরীর থেকে আট থেকে নয় কেজি ওজন কমাবেন তিনি। এ বিষয়ে দীঘি বলেন, ‘দৈনিক প্রায় দুই ঘণ্টা জিম করছি, সপ্তাহে পাঁচ দিন করার চেষ্টা করি। সর্বনিম্ন আট থেকে নয় কেজি কমাতে চাই।’ হঠাৎ কেনো এমন চিন্তা মাথায় ঢুকেছে জানতে চাইলে গণমাধ্যমকে দীঘি বলেন, ‘সবাই বলে আমি মোটা হয়ে গেছি, তাই একটু চিকন হওয়ার চেষ্টা করছি।’

এদিকে, এতদিন দীঘি ফেসবুকে অ্যাকটিভ থাকলেও ছিল না কোনো ফ্যান পেজ। কিন্তু তার আগে অনেকেই ফেইক পেজ খুলে বসে আছেন। একাধিক ফ্যান পেজের ভিড়ে সম্প্রতি অভিনেত্রী ফেসবুকে ফ্যান পেজ খুলেছেন। সেখানে ভক্তদের যুক্ত হওয়ার অনুরোধও করেছেন।