English Version
আপডেট : ৯ জুন, ২০২১ ১০:৫৬

বিয়ের আগে স্বামীকে যে কথা সাফ জানিয়ে ছিলেন শিল্পা

অনলাইন ডেস্ক
বিয়ের আগে স্বামীকে যে কথা সাফ জানিয়ে ছিলেন শিল্পা

আজ (৮ জুন) মঙ্গলবার ৪৬ বছরে পা রাখলেন বলিউডের ডান্সিং কুইন শিল্পা শেঠি। শিল্পা হচ্ছে ভারতীয় চলচ্চিত্রের একজন অভিনেত্রী এবং মডেল। এছাড়া স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে ১২ বছর ধরে সংসার করছেন তিনি। তাদের দুই সন্তানও আছে-ছেলে ভিয়ান ও মেয়ে সমিশা। রাজ কুন্দ্রার সঙ্গে বিয়ের পর থেকে কেরিয়ারের পাশাপাশি সংসারও সামলাচ্ছেন সমানতালে। তার ও রাজ কুন্দ্রার প্রেমের রসায়ন সকলেরই মন জয় করে নেয়। তবে, রাজ ও শিল্পার প্রেম নিয়ে বেশ মজার গল্প আছে। রাজ একবার সুদূর ইংল্যান্ড থেকে উপহার নিয়ে উড়ে এসেছিলেন মুম্বাইতে। কিন্তু শিল্পা তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তাদের মধ্যে কিছু হওয়া সম্ভব নয়।

এশিয়ান এজকে দেওয়া এক সাক্ষাৎকারে শিল্পা জানিয়েছিলেন, ‘মিস্টার কুন্দ্রার কাছে আমার কিছু জিনিস ছিল। আর সেগুলো নিয়ে তিনি নিজেই লন্ডন থেকে মুম্বাই আসেন আমার হাতে তুলে দেওয়ার জন্য। প্রথমদিন এতটা কালারফুল ব্যাগ পাঠিয়েছিলেন। দ্বিতীয় দিন আরেকটি ব্যাগ পাঠানো এলে আমি সোজা রাজকে ফোন করি আর জানাই, আমাদের মধ্যে কিছু হওয়া সম্ভব নয়। আমি কখনোই মুম্বাই ছেড়ে লন্ডনে গিয়ে থাকব না।’

এরপর শিল্পা আরও বলেন, তারপর আমাকে রাজের মুম্বাই বাড়ির ঠিকানা দিয়ে দেখা করতে বলে। আর এভাবে আমরা প্রথম ডেটে যাই। শিল্পা জানিয়েছিলেন, সে সময় আমিও সেটেল করার কথা ভাবছিলাম। আর রাজেরও ইচ্ছে ছিল সংসার শুরু করার। তারপর পরিবারের সম্মতি নিয়েই আমরা বিয়ের জন্য রাজি হই। ২০০৯ সালে বিয়ে করেন রাজ ও শিল্পা। বিয়ের তিন বছর পর জন্মায় তাদের প্রথম সন্তান ছেলে ভিয়ান। গত বছর সারোগেসির মাধ্যমে মেয়ে সামিশাকে পান রাজ-শিল্পা।

উল্লেখ্য, ১৯৯৩ সালের শাহরুখ খানের বিপরীতে বাজিগর চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিষেকের পর থেকে প্রায় ৪০টি বলিউড, তামিল, তেলেগু এবং কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেছেন।