English Version
আপডেট : ৭ জুন, ২০২১ ১১:১৬

ওয়েব ফিল্মে পরীমণি

অনলাইন ডেস্ক
ওয়েব ফিল্মে পরীমণি

চয়নিকা চৌধুরীর প্রথম চলচ্চিত্রে অভিনয় করেছিলেন হালের আলোচিত অভিনেত্রী পরীমণি। এবার চয়নিকা চৌধুরীর প্রথম ওয়েব ফিল্মেও দেখা যাবে পরীকে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই শুরু হবে ওয়েব ফিল্ম ‘অন্তরালে’ র শুটিং। 

চয়নিকা চৌধুরী জানান, ‘বিশ্বসুন্দরী’র সাফল্যের পর  দর্শক চেয়েছে আমরা আবারও একসঙ্গে কাজ করি। আর আমিও চাচ্ছিলাম পরীকে নিয়ে কাজ করতে। তাই আমার প্রথম ওয়েব ফিল্মেও পরী কাজ করছে। এ মাসেই ওয়েব ফিল্মটির কাজ শুরু হবে। এ ওয়েব ফিল্মে পরীর চরিত্রের নাম ‘অর্পিতা’।

‘অন্তরালে’ ওয়েব ফিল্মটির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার। ব্ল্যাক এন্ড হোয়াইট নিবেদিত ওয়েব ফিল্মটি প্রযোজনা করছেন কাজী রিটন।