English Version
আপডেট : ৩ জুন, ২০২১ ১৪:৩০

শ্রীলেখার শরীরচর্চার মুহূর্ত ভাইরাল!

অনলাইন ডেস্ক
শ্রীলেখার শরীরচর্চার মুহূর্ত ভাইরাল!

বাড়তি মেদ ঝরাতে শরীরচর্চায় দারুণ মনোযোগী শ্রীলেখা মিত্র। প্রায়ই তার সামাজিক পাতায় সে সব ছবি দেখা যায়। বুধবারেও (২ জুন) তার ব্যতিক্রম হয়নি।

জিম বন্ধ থাকায় বাড়িতেই অভিনেত্রী শরীরচর্চার বিশেষ কসরত ‘প্ল্যাঙ্ক’ করছিলেন। নেটমাধ্যমে ভাগও করে নিয়েছেন সেই ছবি। ছবি সম্বন্ধে বলতে গিয়ে নিজেকে নিজে নতুন তকমাও দিয়েছেন, ‘প্ল্যাঙ্কারসয়ারি’! কিন্তু শ্রীলেখার ছবি থাকবে আর বিতর্ক থাকবে না, হয়?

সম্পর্কিত খবরমন্ত্রী বাবার জন্য স্কুল ছাড়ার হুমকি দিয়েছিলেন অভিনেত্রী‘শেরনি’র ট্রেলারে দুঃসাহসিক বিদ্যা, বাঘিনীর খোঁজে অভিনেত্রীযশের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন নুসরাতশরীরচর্চার পোশাক ছাপিয়ে অভিনেত্রীর বক্ষভাঁজ দেখা দিতেই নেটাগরিকদের মন্তব্য, ‘কসরতের ভঙ্গিমেগুলোও কী ভয়ানক ‘হট’ রে বাবা!....উরি উরি বাবা... কি দারুণ!’

প্রশ্নও উঠেছে, অনায়াস ‘প্ল্যাঙ্ক’র মতোই ‘প্ল্যান’ বা ভবিষ্যত নিয়ে কোনো পরিকল্পনাও কি করছেন শ্রীলেখা?

নিজেকে নিয়ে যখন তখন রসিকতায় মজতে ভালোবাসেন অভিনেত্রী স্বয়ং। তাই নেটাগরিকদের এই মন্তব্য তিনি উপভোগই করছেন। তার দাবি, অনেকেই সাধারণত কয়েক সেকেন্ডের বেশি প্ল্যাঙ্ক করতে পারেন না। আমি টানা দেড় মিনিট এই কসরত করতে পারি।

নেটাগরিকদের তোলা প্রশ্নেরও সাফ জবাব দিয়েছেন তিনি। বলেছেন, তিনি প্ল্যাঙ্ক করতে পারলেও ‘প্ল্যান’ অর্থাৎ পরিকল্পনার পথে হাঁটেননি কোনো দিন। মনে করেন, ছকে চললে জীবন উপভোগ করা যায় না। কিচ্ছু পাওয়াও যায় না।

পাশাপাশি শ্রীলেখার এও দাবি, অনেকেরই কৌতূহল তার জীবন-যাপন নিয়ে। সবার প্রশ্ন, শ্রীলেখা এখন আর তেমন কাজ করেন না। তবু এত আরামদায়ক জীবন-যাপন করেন কী করে? এ প্রশ্নেরও উত্তর দিয়েছেন অভিনেত্রী।

তার মতে, অন্যদের মতো উপার্জনের টাকা পানির মতো অকারণে খরচ করেননি। সঞ্চয় করেছেন। শ্রীলেখার কথায়, বলতে পারেন, এটাই আমার জীবনধারণের সহজ হিসেব।