English Version
আপডেট : ১ জুন, ২০২১ ১৬:০৬

সাদা পোশাকে নাচলেন অভিনেত্রী সন্দীপ্তা, ভাইরাল ভিডিও

অনলাইন ডেস্ক
সাদা পোশাকে নাচলেন অভিনেত্রী সন্দীপ্তা, ভাইরাল ভিডিও

টালিউড অভিনেত্রী সন্দীপ্তা সেন। ৩৪ বছর বয়সী অভিনেত্রী এখনো যেন অষ্টাদশী। ২০০৯ সালে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক দুর্গা দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করেন সন্দীপ্তা। এরপর একে একে অভিনয় করেছেন বিভিন্ন সিরিয়ালে, যার মধ্যে জনপ্রিয় ‘টাপুর টুপুর’ ও ‘তুমি আসবে বলে’। ‘টাপুর টুপুর’-এ নিজের অভিনয় দ্বারা দর্শকের মন জিতে নিয়েছিলেন সন্দীপ্তা।

বর্তমানে করোনার জন্য টলিপাড়া বন্ধ, বন্ধ শুটিংয়ের কাজ আর সেই কারণেই বাড়িতেই সময় কাটাচ্ছেন টেলি অভিনেতা অভিনেত্রীরা। সন্দীপ্তাও এই মুহূর্তে বাড়িতেই পরিবারের সাথে সময় কাটাচ্ছেন। সন্দীপ্তার অবসরের অন্যতম প্রিয় সঙ্গী হলো তার নাচ, লকডাউনে সেই নাচ নিয়েই সময় কাটাচ্ছেন অভিনেত্রী।

সম্পর্কিত খবরকরোনা আক্রান্তের লাশ ফেলা হচ্ছে নদীতে, ভিডিও ভাইরালভারতে পাচার হওয়া আরেক তরুণীর ভিডিও ভাইরালঅভিনেত্রী কঙ্গনার দেহরক্ষী গ্রেপ্তারমাঝেমধ্যেই বিভিন্ন নাচের ভিডিও উঠে আসছে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে, জামায়াতের মধ্যেই হয়ে যাচ্ছে ভাইরাল।

সম্প্রতি একটি নাচের ভিডিও পোস্ট করেছেন সন্দীপ্তা যেখানে আধুনিক পোশাক পড়ে নাচের তালে মেতেছেন নায়িকা। ইংরেজি গানের সাথে আধুনিক নাচের ভঙ্গিতে সকলের নজর কেড়েছেন অভিনেত্রী। ভিডিওটি পোস্ট হওয়ার সাথে সাথেই মুহূর্তের মধ্যে সেটি হয়েছে ভাইরাল।

সন্দীপ্তা টেলিভিশনের মাধ্যমে অভিনয় জগতে পা রাখলেও বর্তমানে ওটিপি প্লাটফর্মে কাজ করছেন অভিনেত্রী, ইতিমধ্যে ‘আস্তে লেডিস’ ওয়েব সিরিজে কাজ করে ফেলেছেন সন্দীপ্তা, আর এখন তিনি ব্যস্ত তার পরবর্তী ওয়েব সিরিজ নিয়ে।

অঞ্জন দত্তর লেখা এবং পরিচালনায় হইচই ওয়েব প্ল্যাটফর্মে আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ ‘মার্ডার ইন দ্য হিলস্’, সেখানেই মুখ্য চরিত্রে অভিনয় করছেন সন্দীপ্তা। প্রথমবার সন্দীপ্তা কে নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এই ওয়েব সিরিজে।

ওয়েব সিরিজটিতে পরিচালনার সাথে অভিনয়ও করছেন অঞ্জন দত্ত, এছাড়াও ওয়েব সিরিজ অভিনয় করতে দেখা যাবে সৌরভ চক্রবর্তী, অনিন্দিতা বসু, অর্জুন চক্রবর্তী, রাজদীপ গুপ্তকে। সন্দীপ্তা চরিত্রটির নাম ড: নিমা প্রধান। ওয়েব সিরিজটি দেখা যাবে মোট আটটি পর্বে।