English Version
আপডেট : ২৬ মে, ২০২১ ১৪:২২

সাহায্য চেয়ে শবনম ফারিয়ার স্ট্যাটাস

অনলাইন ডেস্ক
সাহায্য চেয়ে শবনম ফারিয়ার স্ট্যাটাস

অসুস্থ এক মেয়ের চিকিৎসার জন্য সাহায্য চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে সাহায্য চেয়েছেন বাংলাদেশের ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। এসময় মেয়েটির দিকে সাহায্যের হাত বাড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

স্ট্যাটাসে ফারিয়া লিখেন- ‘ভাগ্য কাকে কখন কোথায় এসে দাঁড় করায় কেউ-ই জানি না, একটা সুস্থ মানুষ কখন অসুস্থ হয়ে যায় টেরই পাই না। এই রকমই একজন মানুষ ‘তাজিম’। সুন্দর একটা জীবন ছিল তার, অনেক রঙ ছিল সেই জীবনে। একদিন তার সুন্দর আকাশে কালো মেঘ ভিড় করে নেমে আসে। গত ৫ বছর যাবত তাজিম অসুস্থ। ৩ বছর আগে তার খুবই রেয়ার রোগ হেমিপ্লেজিক মাইগ্রেন ধরা পড়ে। এ রোগের সঠিক চিকিৎসা বাংলাদেশে নেই। ইন্ডিয়াতে তাজিমের ট্রিটমেন্ট করানোর পর কিছুটা সুস্থ হয় কিন্তু পুরোপুরি নয়। বাংলাদেশে একমাত্র এভারকেয়ার হাসপাতালে এই রোগের প্রাথমিক কিছু চিকিৎসা দেওয়া হয়। এছাড়াও তাজিমের ডান কিডনিতে ইনফেকশন ধরা পড়েছে। রক্তে, হার্টে, ফুসফুসেও কিছু সমস্যা রয়েছে। প্রায়ই তার অক্সিজেন লেভেল কমে যায়। নাক মুখ দিয়ে রক্ত পড়ে।’ ফারিয়া আরও লিখেন, ‘এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তাজিম যা খুবই ব্যয়বহুল। এত বছর তাজিমের পরিবার তার চিকিৎসা করিয়ে আসছে। কিন্তু এখন তাদের পক্ষেও কিছুটা কঠিন হয়ে যাচ্ছে এই ব্যয়বহুল চিকিৎসার খরচ চালানো। তাজিমের পরিবার তাদের সবটুকু দিয়ে এতদিন চিকিৎসা করে গিয়েছে মেয়ের। আমি, আপনি, আমরা যদি ওর পাশে দাঁড়াই হয়তো এই সুন্দর পৃথিবীটা আর কয়দিন তাজিম দেখে যেতে পারবে। আসুন যতটা পারি যার যেই সামর্থ আছে, তা তাজিমের জন্য দেই।’ তাজিমকে আর্থিক সহযোগিতা করতে স্ট্যাটাসের নিচে রকেট, বিকাশ ও নগদ নাম্বারও যোগ করে দিয়েছেন ফারিয়া।