English Version
আপডেট : ২২ মে, ২০২১ ১৪:৫৭

বানসালির ছবিতে নাচবেন মাধুরী

অনলাইন ডেস্ক
বানসালির ছবিতে নাচবেন মাধুরী

ফের সঞ্জয়লীলা বানসালির ছবিতে অভিনয় করতে চলেছেন মাধুরী দীক্ষিত। প্রায় ১৯ বছর পর তারা দুজন একসঙ্গে কাজ করবেন। এর আগে ২০০২ সালে বানসালি পরিচালিত ‘দেবদাস’ ছবিতে অভিনয় করেছিলেন মাধুরী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলস্বনে নির্মিত সিনেমাটিতে মাধুরী অভিনয় করেছিলেন ‘চন্দ্রমুখী’ চরিত্রে।

সূত্রের বরাত দিয়ে ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, নেটফ্লিক্সের জন্য নির্মিতব্য ‘হীরা মান্ডি’তে মাধুরীকে প্রায় চূড়ান্ত করে ফেলেছেন সঞ্জয়লীলা বানসালি। বড় বাজেটের এই ছবিতে সোনাক্ষী সিনহা ও হুমা কুরেশি রয়েছেন দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে। জানা গেছে, ছবিতে একটি মুজরা নাচের সিকোয়েন্সের জন্য মাধুরীকে ভীষণভাবে চাইছেন বানসালি। সেই অনুযায়ী প্রস্তাবও গেছে নায়িকার কাছে।

জোর খবর, মাধুরীও নাকি রাজি হয়েছেন এই প্রস্তাবে। পরিচালকের দৃঢ় বিশ্বাস, তিনি যেমন ধরনের ভাবনা ভেবে রেখেছেন ছবিতে এই সিকোয়েন্সকে কেন্দ্র করে, একমাত্র মাধুরীই তা পারবেন পর্দায় তা ফুটিয়ে তুলতে। অবশ্য বড় অঙ্কের পারিশ্রমিকের বিনিময়ে মাধুরী এই ছোট চরিত্রটি করতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন নির্মাতা বানসালির এক ঘনিষ্ঠজন।