English Version
আপডেট : ২২ মে, ২০২১ ১৪:০৫

ক্যারিয়ারের শুরুর দিকে কিছু ভুল ছিল- মৌসুমী হামিদ

অনলাইন ডেস্ক
ক্যারিয়ারের শুরুর দিকে কিছু ভুল ছিল- মৌসুমী হামিদ

দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। ঈদের ছুটি শেষে এরইমধ্যে ক্যামেরার সামনে দাড়ালেন তিনি। অভিনেত্রী ও নির্মাতা হৃদি হকের ‘১৯৭১ সেই সব দিন’ শিরোনামের চলচ্চিত্রের মধ্য দিয়ে শুটিং শুরু করলেন বলে জানান তিনি। শুটিংয়ে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, প্রায় পাঁচ মাস আগে এই ছবির শুটিং শুরু করেছি। ঈদের পরের সিডিউল অনেক আগে থেকেই দেওয়া ছিল। তাই তড়িঘড়ি করেই সাতক্ষীরা থেকে ঢাকায় ফিরেছি। ঈদের জন্য সাতক্ষীরায় যাওয়া হয়েছে। শুটিংয়ে ফিরতে পেরে ভালোই লাগছে।

এদিকে সম্প্রতি গেল ১৪ মে অভিনেত্রীর ‘দ্য গ্রেভ’ শিরোনামের একটি চলচ্চিত্র যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে। এর আগে গত ডিসেম্বরে বাংলায় দেশের বিভিন্ন সিনেপ্লেক্সে ছবিটি মুক্তি পেয়েছে। এটি নির্মাণ করেছেন গাজী রাকায়েত। এদিকে এই গ্ল্যামারকন্যার হাতে ‘হডসনের বন্দুক’ ও ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ শিরোনামের ছবি দুটি আছে। এই সময়ে বাংলা সিনেমা কেমন হচ্ছে? উত্তরে অভিনেত্রী বলেন, এখন আগের চেয়ে চলচ্চিত্র নির্মাণের সংখ্যা কমে গেছে। তবে গল্প নির্ভর ছবির দিকে আগ্রহ বেড়েছে নির্মাতাদের। আমার ‘দ্য গ্রেভ’ ছবিটি অন্যরকম আমেজের । এছাড়া ‘হডসনের বন্দুক’ ছবিতেও দর্শক আমাকে নতুন ভাবে দেখবেন। এদিকে করোনা কারনেও আমাদের চলচ্চিত্র ঘুরে দাঁড়াতে পারছে না। পরিস্থিতি ঠিক হলে নতুন সম্ভবনা আছে আমাদের ফিল্মে। বড় পর্দার চেয়ে টিভি নাটকে বেশি ব্যস্ত থাকেন। এই অঙ্গনের খবর কী? এ প্রসঙ্গে এই গ্ল্যামারকন্যা বলেন, টিভি নাটকের দর্শক এখন ইউটিউবমুখী হয়েছে। এখানেই তারা বেশি বিনোদন খোঁজে। এছাড়া টিভি নাটকে এখন আগের চেয়ে বাজেট অনেক কম। এ কারণে অনেক নির্মাতা ইচ্ছে করলেও ভালো কিছু দিতে পারছেন না। আমাদের নির্মাতারা অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়েই নাটক নির্মাণ করছেন। অভিনেত্রী তার নিজেকে নিয়েও কথা বলেন। তার ভাষ্য, ক্যারিয়ারের শুরুর দিকে কিছু ভুল ছিল। তবে এই সময়ে এসে আর সেসব ভুল করতে চাই না।