English Version
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১ ১৩:৩৪

মেহজাবিনকে ভ্যাকসিন চ্যাম্পিয়ন বলছে ইউনিসেফ

অনলাইন ডেস্ক
মেহজাবিনকে ভ্যাকসিন চ্যাম্পিয়ন বলছে ইউনিসেফ

অভিনেত্রী মেহজাবিনকে ভ্যাকসিন চ্যাম্পিয়ন হিসেবে অভিহিত করেছে জাতিসংঘের শিশুদের উন্নতি ও নিরাপত্তা সংক্রান্ত বিশেষ সংস্থা জাতিসংঘ। ভ্যাকসিন গ্রহণে উৎসাহ দেওয়ার জন্য মূলত সংস্থাটি তারকাদের নিয়ে এমন প্রচারণা চালাচ্ছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) মেহজাবিনকে ‘ভ্যাকসিন চ্যাম্পিয়ন’ হিসেবে অভিহিত করেছে জাতিসংঘের শিশু উন্নয়ন ও নিরাপত্তাবিষয়ক সংস্থা ইউনিসেফ বাংলাদেশ। সংস্থাটির ফেসবুক পেজে মেহজাবিনের ছবিসহ একটি পোস্ট দেওয়া হয়েছে।

এতে লেখা রয়েছে, বাংলাদেশের একজন শীর্ষ মডেল এবং আমাদের সবার প্রিয় অভিনেত্রী মেহজাবীন বিশ্বাস করেন, আমাদের একের স্বাস্থ্য অপরের স্বাস্থ্যের ওপর পুরোপুরি নির্ভরশীল। তাই ইউনিসেফের সাথে, সঠিক সময়ে টিকা নিয়ে কেবল নিজেরই নয়, আশেপাশের সকল মানুষকেও সুরক্ষিত রাখার অনুপ্রেরণা দেওয়ার জন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞ।

প্রসঙ্গত, ভ্যাকসিন গ্রহণে উৎসাহ দেয়ার জন্য মূলত এই সংস্থাটি তারকাদের নিয়ে এমন প্রচারণা চালাচ্ছে।