English Version
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১ ১৪:৩৮

সোশ্যাল মিডিয়া থেকে হঠাৎ বিরতি

অনলাইন ডেস্ক
সোশ্যাল মিডিয়া থেকে হঠাৎ বিরতি

সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয় ‘দঙ্গল’-খ্যাত ফাতিমা সানা শেখ। নেটফ্লিক্সে সদ্য মুক্তি পাওয়া ‘আজিব দাস্তানস’ সিরিজের ‘মজনু’ ছবিতে যথেষ্ট প্রশংসা পেয়েছে তার অভিনয়।

এ সিরিজের জন্য নেটমাধ্যমে চুটিয়ে প্রচার করতেও দেখা গেছে তাকে। সঙ্গে নিজের নানান মেজাজের ছবিও পোস্ট করেছেন। তবে সবাইকে অবাক করে এবার সোশ্যাল মিডিয়া থেকে হঠাৎ ‘বিরতি’ নিলেন ফাতিমা।

অভিনেত্রীর কথায়, ডিজিটাল ডিটক্সের প্রক্রিয়া শুরু করলেন তিনি।

সম্প্রতি ইনস্টাগ্রাম পোস্টে নেটমাধ্যম থেকে বিরতি নেওয়ার কথা ঘোষণা করেন ‘লুডো’ তারকা।

তিনি লেখেন, “সোশ্যাল মিডিয়া থেকে একটা ব্রেক নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন।”

যদিও এই সিদ্ধান্তের পিছনে ঠিক কী কারণ রয়েছে সেই বিষয়ে কিছু জানাননি ফাতিমা সানা শেখ।

সম্প্রতি করোনামুক্ত হওয়া এ নায়িকা সোশ্যাল মিডিয়ায় নিজেকে বরাবরই নানাভাবে উপস্থাপন করতেন। এ নিয়ে ছিল আলোচনা-সমালোচনা।

গত সপ্তাহেই আরেক অভিনেত্রী ওয়ারিনা হুসেনও নেটমাধ্যম থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তিনি জানান, আপাতত একটি টিম তার অ্যাকাউন্ট দেখাশোনা করবে।