English Version
আপডেট : ২২ এপ্রিল, ২০২১ ২২:১৮

লকডাউনে ‘সীমিত পরিসরে বিয়ে’

অনলাইন ডেস্ক
লকডাউনে ‘সীমিত পরিসরে বিয়ে’

নাটকের পরিচিত দুই মুখ শামীম হাসান সরকার ও সারিকা সাবাহ এই লকডাউনে 'সীমিত পরিসরে বিয়ে'র আয়োজন করলেন। শামীম হাসান সরকার তার ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এই সীমিত পরিসরে বিয়ের কথা জানিয়েছেন। 

এরপরই খোঁজ নেওয়া হলো তাদের বিয়ে নিয়ে। জানা গেলো, সম্প্রতি ‘সীমিত পরিসরে বিয়ে’ নামের একটি নাটকে অভিনয় করেছেন তারা। লকডাউন পরিস্থিতিতে বিয়ের গল্প সেই সঙ্গে নাটকীয় কিছু ঘটনা নিয়ে নাটকটি নির্মিত। পরিচালনা করেছেন মনসুর আলম নির্ঝর।

শামীম হাসান বলেন, ’নাটকটির গল্প সমসমায়িক। দর্শকরা দেখে আনন্দ পাবেন। পুরো পৃথিবীই এখন করোনায় ওলট-পালট। এই সময়ে সবকিছুই সীমিত পরিসরে করতে হচ্ছে। বিয়েটাও। এমন গল্পেই নাটকটি।’

নাটকটির গল্প মজার বলে জানালেন সারিকাও। 

এর আগেও শামীম-সারিকা জুটি হয়ে বেশ কিছু নাটক উপহার দিয়েছেন। তাদের অন্যতম জনপ্রিয় নাটক হচ্ছে 'ফ্যামিলি ক্রাইসিস'। ধারাবাহিকটিতে তাদের জুটি দারুণ সাড়া ফেলে। 

'সীমিত পরিসরে বিয়ে' নাটকটি ঈদে অনলাইনে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।