English Version
আপডেট : ২০ এপ্রিল, ২০২১ ১৪:৪৬

করোনা সচেতনতায় কাজ করবেন নুসরাত ফারিয়া

অনলাইন ডেস্ক
করোনা সচেতনতায় কাজ করবেন নুসরাত ফারিয়া

করোনা সংক্রমণ বাড়ছে। একইসঙ্গে বাড়ছে মৃতের সংখ্যা। ‘কঠোর লকডাউন’ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার। তারপরও মানুষের মধ্যে অসচেতনতা রয়ে গেছে। অনেকেই স্বাস্থ্য বিধি মানছেন না। এবার মানুষকে করোনার বিরুদ্ধে সচেতন করতে উৎসাহ দেবেন নুসরাত ফারিয়া।

করোনা সচেতনতা নিয়ে নির্মিত একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন এই অভিনেত্রী। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে নির্মিত বিজ্ঞাপনটির নির্দেশনা দিয়েছেন মিয়াজী পাপন। সম্প্রতি বনানী, উত্তরা ও আশপাশের এলাকায় এর দৃশ্যধারণ হয়েছে। মিউজিক করেছেন ইবরার টিপু। এতে নুসরাত ফারিয়ার পাশাপাশি চিত্রনায়ক ফেরদৌসকেও দেখা যাবে।

এ প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘মানুষ যাতে বাসায় থাকেন, স্বাস্থ্যবিধি মেনে চলেন- বিজ্ঞাপনে বিষয়টি উঠে এসেছে।’'

বিজ্ঞাপনটি কয়েকটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন। নতুন এ বিজ্ঞাপনটি ছাড়াও ফেরদৌস ও নুসরাত ফারিয়া সম্প্রতি রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘সেরা রাঁধুনী’র ঈদের বিশেষ একটি পর্বে অংশ নিয়েছেন।