English Version
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১ ১৪:৫৪

১৩ দিন পর বাসায় ফিরলেন সানী

অনলাইন ডেস্ক
১৩ দিন পর বাসায় ফিরলেন সানী

তারকা দম্পতি মৌসুমী-ওমর সানী ছেলে স্বাধীনকে বিয়ে করানা গত ২৬ মার্চ। ছেলেকে বিয়ে করিয়ে পূত্রবধু ঘরে তোলার কয়েকদিন পরই ওমর সানী বাদে করোনায় আক্রান্ত হোন পুরো পরিবার। তবে ওমর সানী একা সুস্থ থাকায় পরিবারের থেকে বাইরে থাকতে হয়েছে তাকে। অবশেষ ১৩ দিনবাসায় ফিরলেন এ অভিনেতা।

আক্রান্ত হওয়ার খবরের ১৩ দিন পর শুক্রবার (১৬ এপ্রিল) ওমর সানী বললেন আল্লাহর কাছে অশেষ শোকরিয়া তিনি আমার পুরোপুরো পরিবারকে ঠিক রেখেছেন। ,মৌসুমী, ছেলে ফারদীন এহসান স্বাধীন, পুত্রবধু সাদিয়া রহমান আয়েশা সবাই মানসিক ও শারীরিকভাবে ঠিক আছেন। সবাই আমাদের জন্য দোয়া করেবেন।’   পরিবারের সবাই ভাইরাস নেগেটিভ হয়েছেন কি না-এ বিষয়ে জানতে চাইলে ওমর সানী বলেন, ‘পজিটিভ না নেগেটিভ এটা বিষয় না। চিকিৎসকের সবুজ সংকেত মেলায় আমি বাসায় ঢুকলাম।’

সামাজিক যোগাযোগ মাধ্যমেও স্ট্যাটাসের মাধ্যমে ওমর সানী বিষয়টি জানিয়েছেন। সেখানে তিনি লিখেন, আলহামদুলিল্লাহ প্রায় ১৩ দিন পর নিজের গৃহে প্রবেশ করলাম, আমার পরিবারকে আল্লাহ হেফাজত করছেন আপনার কাছে আমার সেজদা, রোজার উসিলায় এই মহামারী দূর করে দেন আল্লাহ।