English Version
আপডেট : ১১ এপ্রিল, ২০২১ ২০:১৫

করোনায় আক্রান্ত কণ্ঠশিল্পী ফরিদা পারভীন

অনলাইন ডেস্ক
করোনায় আক্রান্ত কণ্ঠশিল্পী ফরিদা পারভীন

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন খ্যাতিমান লালনশিল্পী ফরিদা পারভীন। শারীরিক জটিলতা কম থাকায় তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। শনিবার (১০ এপ্রিল) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ফরিদা পারভীনের ছেলে ইমাম জাফর নোমানী।

তিনি বলেন, আমার আম্মা কয়েক দিন ধরেই অসুস্থ বোধ করছিলেন। গত ৭ এপ্রিল তার করোনা টেস্ট করালে পরদিন রিপোর্টে পজিটিভ পেয়েছি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিশেষ তত্ত্বাবধানে বাসাতেই আম্মার চিকিৎসা চলছে। কিছুটা শ্বাসকষ্ট আছে। মাঝে মাঝে কম বেশি হচ্ছে। এছাড়া আর কোনো শারীরিক সমস্যা নেই। সবাই আমার মায়ের সুস্থতার জন্য দোয়া করবেন।

  লালনের গান গেয়ে দেশে-বিদেশে খ্যাতি পাওয়া ফরিদা পারভীনের জন্ম নাটোর জেলার সিংড়া থানার শাওল গ্রামে। ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর জন্ম তার। জন্ম নাটোরে হলেও বড় হয়েছেন কুষ্টিয়ায়। ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুল সংগীত গাইতে শুরু করেন। পরবর্তীতে ১৯৭৩ সালের দিকে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন। সাধক মোকসেদ আলী শাহের কাছে ফরিদা পারভীন লালনসংগীতে তালিম নেন। ১৯৮৭ সালে ফরিদা পারভীন সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক পেয়েছেন। ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও