English Version
আপডেট : ৫ এপ্রিল, ২০২১ ১২:৩৭

করোনায় আক্রান্ত রিয়াজ

অনলাইন ডেস্ক
করোনায় আক্রান্ত রিয়াজ

মহামারি করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন চিত্রনায়ক রিয়াজ। গত ২৮ মার্চ করোনার নমুনা পরীক্ষা করান তিনি, ২৯ মার্চ রিপোর্ট আসে তার করোনা পজিটিভ।

শুক্রবার (২ এপ্রিল) গণমাধ্যমকে রিয়াজ নিজেই এতথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'আমি স্বাদ-গন্ধ সবই পাচ্ছি। শুধু শরীরে ব্যথা আছে। দুর্বলতাও। এছাড়া করোনার উপসর্গ তেমন কিছু নেই। চিকিৎসকরা বলছেন এটা করোনার নতুন একটি ধরন। উপসর্গগুলো প্রকাশ পায় না।'

আপাতত বাসাতেই চিকিৎসা নিচ্ছেন রিয়াজ। চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন।সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন দেশের জনপ্রিয় এই অভিনেতা।

এদিকে 'বঙ্গবন্ধু' সিনেমায় তাজউদ্দীন আহমদের চরিত্রে অভিনয় করবেন রিয়াজ৷ শুটিংয়ে অংশ নিতে মুম্বাই যাওয়ার কথা ছিলো তার৷ কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় আপাতত যাওয়া হচ্ছে না।