English Version
আপডেট : ২০ মার্চ, ২০২১ ০০:৩৬

তাহসানকে নিয়ে সিনেমা বানাবেন সৃজিত

অনলাইন ডেস্ক
তাহসানকে নিয়ে সিনেমা বানাবেন সৃজিত

ক'লকাতার বিখ্যাত চলচ্চিত্রকার সৃজিত মুখার্জি। বাংলাদেশের জয়া আ'হসান তার প'রিচালিত সিনেমা দিয়ে আলোচনায় এসেছেন। স'ম্প্র'তি তার স’ঙ্গে কাজ করছেন লাক্স তারকা বাঁধন।

এবার শোনা যা'চ্ছে দেশের জ'নপ্রিয় গায়ক ও নায়ক তাহসান খানকে নিয়ে সিনেমা বানাতে যা'চ্ছেন সৃজিত। তবে স’বেমাত্র ঘোষণাই এলো। আর ঘোষণাটি সৃজিত দিয়েছেন জাগো এফএম-এর জ'নপ্রিয় অ'নুষ্ঠান ‌‘রা'তাড্ডা’য় অংশ নিয়ে।

জাগো এফএম ‘রা'তাড্ডা’র বি'শেষ প'র্বে অ’তিথি হিসেবে থাকছেন দুই বাংলার আ’লোচিত দ'ম্পতি সৃজিত মুখার্জি ও মিথিলা। ভা’রতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত নি'র্মাতা সৃজিত মুখার্জিকে নিয়ে দেশে এসেছেন মিথিলা। ব্য’ক্তিগত ও পা'রিবারিক ব্যস্ততার ফাঁ'কে তারা অংশ নিয়েছেন তানভীর তারেকের উ'পস্থাপনায় ‘রা'তাড্ডা’য়।

টানা ২ ঘন্টার এই সে'লিব্রি'টি শোতে তানভীর তারেকের গ্রন্থনা ও সঞ্চালনায় দুজ'ন জীবনের নানান বাঁকবদলের গ'ল্প ব'লেন। সেই গ'ল্পে এসেছে প্রে’ম, নিজেদের ক্যারিয়ার, তাদের নিয়ে স'মালোচনার জবাব ও ভবি'ষ্যত প'রিক'ল্পনা।

উ'পস্থাপক তানভীর তারেক ব'লেন, ‘আমা’র কাছে খুবই সাবলীল ও দুর্দান্ত মনে হয়েছে এই আড্ডার সেশনটা। কারণ এ'কাধিক সে'লেবরা শোতে এসে ব'লেন অমুক বি'ষয়টি প্লিজ প্রস’ঙ্গে তুলবেন না। বা কেউ কেউ প্রশ্ন করলেও এ’ড়িয়ে যান। সেক্ষেত্রে প্র'তিটি আ’লোচিত ও বি'তর্কিত বি'ষয় নিয়ে অকপট জবাব দিয়েছেন দুই বাংলার এই মেধাবী তারকা।’

অ'নুষ্ঠানটির আয়োজ'ন প্রস’ঙ্গে জাগো এফএমএর অ'নুষ্ঠান প্রধান উদয় চৌধুরী ব'লেন, ‘এই শোটি আমাদের জ'ন্য দারুণ এক আর্কাইভ হয়ে থাকবে। কারণ এর আ'গে তারা দুজ'ন এত বি'ষয় নিয়ে খোলামেলা আলোচনা কখনও করেননি।

‘রা'তাড্ডা উইথ তানভীর’ শোটি এমনিতেই আমাদের স্টেশনের ভীষণ জ'নপ্রিয় একটি অ'নুষ্ঠান। সৃজিত-মিথিলার এই সেশনটি আরো এক নতুন মাত্রা যোগ করবে ব'লে আমা’র বি'শ্বা’স।’

অ'নুষ্ঠানটি একই সা'থে ২২ ফেব্রুয়ারি রা'ত ১০ টায় জাগো এফএম ৯৪.৪ এবং জাগো এফএম ও তানভীর তারেকের অ'ফিসিয়াল ইউটিউব ও ভেরিভায়েড ফেস’বুক পেজে সরাসরি প্রিমিয়ার করা হবে।

প্রস’ঙ্গত, এই অ'নুষ্ঠানটি মোট ৬ টি ভিন্ন ভিন্ন প্লাটফর্ম থেকে স'র্বাধিক ১০ লক্ষ দর্শক শ্রোতার সা'থে সংযু’ক্ত হয়।