English Version
আপডেট : ১৮ মার্চ, ২০২১ ১৬:০৯

মৌনির বিয়ের গুঞ্জন !

অনলাইন ডেস্ক
মৌনির বিয়ের গুঞ্জন !

বলিউড অভিনেত্রী মৌনি রায়। জন্ম ২৮ সেপ্টেম্বর, ১৯৮৫। মৌনি হচ্ছেন একজন ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী এবং মডেল। ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত লাইফ ওকে’র দেব কি দেব মহাদেব এ সতীর ভূমিকায় অভিনয় এবং ‘নাগিন’ টিভি সিরিয়ালের মাধ্যমে বিশেষ খ্যাতি পান মৌনি। ইদানিং কথিত প্রেমিক সুরাজ নাম্বিয়ার সঙ্গে তার বিয়ের গুঞ্জন অনেকদিন থেকে উড়ছে। সম্প্রতি নতুন করে এই গুঞ্জন শুরু হয়েছে।

বলিউডে রটে গিয়েছে, মৌনি তার প্রেমিক সুরজ নাম্বিয়ারের সঙ্গে এ বছরই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন।   দুবাই প্রবাসী সুরাজ নাম্বিয়ার পেশায় ব্যাংকার। এর আগে তার সঙ্গে মৌনিকে ছুটি কাটাতেও দেখা গেছে। যদিও এই প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেন মৌনি। পরস্পরকে ভালো বন্ধু বলে দাবি করেন তিনি।

সূত্রে জানা যায়, তাদের দুই পরিবারের বিয়ের কথাবার্তাও হয়ে গিয়েছে। এর সাক্ষী ছিলেন তার বন্ধু মন্দিরা বেদী। যে মৌনির প্রেম থেকে বিয়ের পুরো বিষয়টা জানেন মন্দিরা।

এছাড়া মৌনি বলেছেন, সময় এলে সব স্পষ্ট হবে। আপাতত বিয়ে নিয়ে কিছু বলতে চাই না। বিয়ের বদলে হাতে যে ছবিগুলো আছে তা নিয়ে ব্যস্ত থাকতে চাই।

এদিকে মুক্তি পেয়েছে মৌনির নতুন গান‘পাতলি কামারিয়া’। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি প্রকাশ করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন,‘গান প্রকাশ হয়েছে, এখন মঞ্চ কাঁপানোর সময়।’মুক্তির অপেক্ষায় এই অভিনেত্রীর ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি।