English Version
আপডেট : ১৫ মার্চ, ২০২১ ১৩:০১

জয়া আহসান সবকিছু খায়: প্রসেনজিৎ

অনলাইন ডেস্ক
জয়া আহসান সবকিছু খায়: প্রসেনজিৎ

এখন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এই অভিনেত্রী কলকাতার সুপারস্টার প্রসেনজিতের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন ‘রবিবার’ সিনেমায়। ছবিটি ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে ‘জি বাংলায়’। তার আগে এক ফেসবুক লাইভে কথা বলেন প্রসেনজিৎ। সেই আড্ডায় তিনি জয়া আহসানের সঙ্গে নিজের সম্পর্ক কেমন, তাও জানালেন।

প্রসেনজিৎ বলেন, জয়ার সঙ্গে আমার সম্পর্ক অনেক আগে থেকেই। কলকাতার সিনেমায় ওর কাজ করার আগে থেকেই। ও যখন এখানে সিনেমা করেনি তখন থেকেই কথাবার্তা বা যোগাযোগটা হয়। মাঝে মাঝেই ও নক দিয়ে বলত, দাদা কিছু চিন্তা বা পরিকল্পনা আছে। এই কাজটা করব কিনা, এ রকম নানা পরামর্শ নিত ও। এভাবেই ধীরে ধীরে ওর সঙ্গে বিশ্বাসটা তৈরি হয়।   তিনি আরও বলেন, ও কিন্তু ওয়েল ট্রেইনড একটা মেয়ে। জয়াকে দেখলে মনে হয় ও যোগাসন করে, প্রাণায়াম করে। ওকে আমি জিজ্ঞাসা করেছি, ও বলেছে ও এক্সারসাইজ করে। কিন্তু এক্সারসাইজ করলেও ও কিন্তু খেতে পারে। সবকিছু খায়। ফলে আমার বাসায় এলে ও কি খাবে সেটা নিয়ে চিন্তা করতে হয় না। ও খেতে খুব পছন্দ করে। এর বাইরে ও আরেকটা জিনিসও পছন্দ করে- ঘুমুতে, দেখা গেল শটের মাঝে ঘণ্টাখানেক গ্যাপ আছে, ও বলত দাদা একটু ঘুমিয়ে আসি (হা হা হা)।

জয়ার অভিনয় নিয়ে প্রসেনজিৎ বলেন, জয়া অনেক ভালো একজন অভিনেত্রী। কলকাতায় কাজ করার আগে ওর অভিনীত বাংলাদেশি সিনেমাও দেখেছি। ও অসাধারণ একজন অভিনেত্রী।