English Version
আপডেট : ১৫ মার্চ, ২০২১ ১২:০৪

‘তোমার মতো আর কেউ হতে পারবে না’, আমিরকে বার্তা কারিনার

অনলাইন ডেস্ক
‘তোমার মতো আর কেউ হতে পারবে না’, আমিরকে বার্তা কারিনার

ভক্ত ও অনুরাগীর সংখ্যা সালমান খান-শাহরুখ খানের মতো না হলেও, অভিনয়ের বিচারে আমির খানকে সকলের আগে রাখেন বহু মানুষ। তাদের দলেরই একজন কারিনা কাপুর খান। একসঙ্গে জুটি বেঁধে পরবর্তী সিনেমাতে দেখা যাবে বলেই এমন প্রশংসা করছেন না এই বলিউড অভিনেত্রী। বহু পুরনো এক সাক্ষাৎকারে কারিনা বলেছিলেন, তার ব্যক্তিগত পছন্দ নাকি আমির খান।

‘লাল সিং চাড্ডা’র শুটিংয়ের ফাঁকে তোলা আমির খানের ছবি পোস্ট করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন কারিনা। মাথায় পাগড়ি। সল্ট এন্ড পেপার দাড়ি। এক গাল হাসি। এমন ছবির ক্যাপশনে কারিনা লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার লাল। তোমার মতো কেউ হতে পারবে না। এই সিনেমায় তুমি যে জাদু দেখিয়েছ, সেটা দেখার জন্য সকলে আমরা অপেক্ষা করছি।’

ক্যাপশনের প্রত্যুত্তরে আমির খান লিখেছেন, ‘ধন্যবাদ কারিনা। তোমার মতোও কেউ হতে পারবে না। এতো প্রত্যাশা বাড়িয়ে দিও না। ভালবাসা নিও।’   ১৯৯৪ সালে হলিউডের বিখ্যাত সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর রিমেক এই সিনেমা। মুখ্য চরিত্রে দেখা যাবে আমির-কারিনাকে। ‘থ্রি ইডিয়টস’-এর পর ফের তারা জুটি বেঁধেছেন। বলাই বাহুল্য, দর্শকদের প্রত্যাশা তো রয়েছে। ২০১৯ সালে শুটিং শুরু হলেও করোনা প্যানডেমিকের কারণে বহুদিন বন্ধ থাকে। দ্বিতীয় সন্তান গর্ভে থাকাকালীন এই সিনেমার শুটিং করেছিলেন করিনা। শুটিং শেষ হলেও, কবে মুক্তি পাবে সেসব নিয়ে যদিও কিছু বলেননি তারা। তবুও বড়পর্দায় এই হিট জুটিকে দেখার জন্য এখন দিন গুনছেন সিনেমাপ্রেমীরা।

এন এইচ, ১৫ মার্চ