English Version
আপডেট : ১৩ মার্চ, ২০২১ ০৭:২৩

আবারও অভিনয়ে ফিরলেন বিজরী

অনলাইন ডেস্ক
আবারও অভিনয়ে ফিরলেন বিজরী

মাঝে কিছু দিনের বিরতির পর আবারও অভিনয়ে ফিরছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ। এই অভিনেত্রীর হাতে এখন দুটি ধারাবাহিক নাটক আছে। এরমধ্যে একটি হলো ‘বাবা থাকে বাসায়’ ও অপরটি হলো ‘এখানে কেউ থাকে না’।

দুরন্ত টিভির’বাবা থাকে বাসায়’ ধারাবাহিকটির তৃতীয় সিজন শুরু হয়েছে। প্রথম দুটি সিজনেও বিজরী অভিনয় করেছেন। এখানে তার সহশিল্পী তৌকীর আহমেদ। এ ছাড়া ১০ই মার্চ থেকে বিটিভি’র ‘এখানে কেউ থাকে না’ শিরোনামের একটি ধারাবাহিকের শুটিং শুরু করেছেন অভিনেত্রী।

নাটকের ব্যস্ততা নিয়ে এ অভিনেত্রী বলেন, আগের মতো অনেক কাজ এখন করছি না। অনেক বেছে বেছে কাজ করি। গল্প ও চরিত্র পছন্দ হওয়ায় দীর্ঘ সময় পর দুটি ধারাবাহিকের কাজ শুরু করেছি।

অভিনয়ের বাইরে বিজরী স্টেজ শোও করছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ছোটবেলা থেকেই নাচ শিখেছি বলে এর প্রতি ভালোবাসাটা আলাদা। কিন্তু নাচের জন্য প্রচুর সময় দিতে হয়। তাই নিয়মিত নাচ করা হয় না। তবে সুযোগ পেলে হাতছাড়া করি না।

জানা গেছে, আসছে ২২শে মার্চ একটি স্টেজ শো করবেন তিনি। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে শিল্পকলা একাডেমি আয়োজিত এ অনুষ্ঠানে নাচে অংশ নেবেন বিজরী।