English Version
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২১ ২০:৪২

এবার ‘বুক চিন চিন ২.০’ নিয়ে আসছেন তুহিন-আয়েশা

অনলাইন ডেস্ক
এবার ‘বুক চিন চিন ২.০’ নিয়ে আসছেন তুহিন-আয়েশা

নতুন আবহে শফিক তুহিন ও আয়েশা মৌসুমীর কণ্ঠে উঠলো ১৮ বছর আগের পুরনো গান। বদিউল আলম খোকনের পরিচালনায় ২০০৩ সালে মুক্তি পায় ‘বাস্তব’ ছবি, মান্না-পূর্ণিমা অভিনীত সেই ছবির ‘বুক চিন চিন করছে হায়’ ফের গাইলেন তারা।

জানা গেছে, কবির বকুলের কথায় মূল গানটির সুর-সংগীতায়োজন করেছেন আলী আকরাম শুভ। কথা-সুর ঠিক রেখে নতুন করে গানটি তৈরি করেছেন আলভী আল বেরুনী। অনুপম রেকর্ডস-এর ব্যানারে গানটির একটি ব্যয়বহুল ভিডিও নির্মাণ করেছেন কোরিওগ্রাফার হাবিব।  

বিএফডিসিতে সম্প্রতি এই গানের শুটিং হয়েছে। ‘বুক চিন চিন ২.০’ শিরোনামের গানটিতে শফিক তুহিন-আয়েশা মৌসুমী ছাড়াও মডেল হিসেবে অংশ নেন সুপ্ত ও শাকিলা পারভীন। যা প্রকাশ হবে চলতি মাসেই। উল্লেখ্য, ২০০৩ সালে মুক্তি পাওয়া বাস্তব ছবির ওই গানটি তখন তুমুল জনপ্রিয়তা পায়। যাতে কণ্ঠ দিয়েছিলেন এন্ড্রু কিশোর ও ডলি সায়ন্তনী। তাদের গাওয়া সেই গানটি এবার নতুন করে কণ্ঠে তুলেছেন শফিক তুহিন ও আয়েশা মৌসুমী।