English Version
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২১ ১০:১৪

রাশমিকার নতুন ঠিকানা

অনলাইন ডেস্ক
রাশমিকার নতুন ঠিকানা

ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। ‘এক্সপ্রেশন কুইন’ হিসেবেও ভক্তদের কাছে পরিচিত তিনি।

খুব শিগগির বলিউড সিনেমায় পা রাখতে চলেছেন ‘ভারতের জাতীয় ক্রাশ’ রাশমিকা। ‘মিশন মাজনু’ সিনেমায় দেখা যাবে তাকে। ইতোমধ্যে এই সিনেমার কাজ শুরু করেছেন। এবার মুম্বাইয়ে তার নতুন ঠিকানাও তৈরি করলেন তিনি।

জানা গেছে, এতদিন ‘মিশন মাজনু’ সিনেমার জন্য হায়দরাবাদ ও মুম্বাই ছুটোছুটি করতে হয়েছে রাশমিকাকে। কিন্তু স্থিরভাবে কাজ করতে এবার মুম্বাইয়ে একটি বাড়ি কিনেছেন রাশমিকা।

এ প্রসঙ্গে একটি সূত্র বলেন, ‘তার বলিউড প্রজেক্ট মিশন মাজনু-এর জন্য রাশমিকাকে মুম্বাই ও হায়দরাবাদে অনেক ছুটতে হয়েছে। এখন এই শহরে তার একটি নিজের জায়গা হয়েছে। তার ছুটোছুটি এবার একটু কমবে। নতুন বাড়িতে থাকার জন্য হায়দরাবাদের বাড়ি থেকে কিছু জিনিস এনেছেন রাশমিকা। এর আগে তিনি হোটেলে ছিলেন। নতুন বাড়ি হওয়ার পর এই শহর তার কাছে এখন আরো আপন মনে হচ্ছে।’

সত্য ঘটনা অবলম্বনে ‘মিশন মাজনু’ সিনেমার গল্প তৈরি। এটির প্রেক্ষাপট ১৯৭০ সাল। এতে রাশমিকার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন সিদ্ধার্থ মালহোত্রা। সিনেমায় একজন র এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন এই অভিনেতা। তবে রাশমিকার চরিত্র কী তা এখনো জানা যায়নি।

‘মিশন মাজনু’ ছাড়াও ‘পুষ্পা’ সিনেমায় অভিনয় করছেন রাশমিকা। সিনেমাটিতে আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করছেন তিনি।