English Version
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ১৮:১৬

৮ বছর পর নির্মাতা রাজুর সিনেমায় সাইমন

অনলাইন ডেস্ক
৮ বছর পর নির্মাতা রাজুর সিনেমায় সাইমন

জনপ্রিয় পরিচালক জাকির হোসেন রাজুর নতুন চলচ্চিত্রে দেখা যাবে ঢালিউড অভিনেতা সাইমন সাদিককে। গতকাল মঙ্গলবার ফেসবুকে এ খবর দিয়েছেন সাইমন নিজেই। সর্বশেষ নির্মাতা রাজুর পরিচালনায় ‘পোড়ামন’ চলচ্চিত্রে কাজ করেছিলেন সাইমন। ২০১৩ সালে মুক্তি পেয়েছিল চলচ্চিত্রটি। এবার নতুন ছবিতে একসঙ্গে কাজ করবেন তারা। চলচ্চিত্রের নাম 'আর্তনাদ'। নতুন চলচ্চিত্রে চুক্তি স্বাক্ষরের ছবি ফেসবুকে পোস্ট করে সাইমন লিখেছেন: 

ভেতরে ভেতরে পুড়ে মরছিলাম কবে আমার ওস্তাদের সাথে আবার সিনেমায় কাজ করা সুযোগ পাবো। অবশেষে সেই আর্তনাদ এর অবসান হলো "আর্তনাদ" চলচ্চিত্রের মাধ্যমে।

আমার ওস্তাদ জাকির হোসেন রাজু স্যারের চলচ্চিত্রে দীর্ঘ ৮ বছর পর চুক্তিবদ্ধ হলাম, আলহামদুলিল্লাহ। আর সেটা সম্ভব হয়েছে আমাদের সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার জন্য। অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব মো. সেলিম খান সাহেবকে। আমার ওপর আস্থা রাখার জন্য।