English Version
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ১৬:৫৮

জনি’র কথায় ক্লোজআপ ওয়ান শিল্পী সোহাগের নতুন গান

অনলাইন ডেস্ক
জনি’র কথায় ক্লোজআপ ওয়ান শিল্পী সোহাগের নতুন গান

‘পরবাসী মন’ নামে সাংবাদিক কামরুল হাসান জনি’র লেখা একটি গানে সুর ও কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান শিল্পী সোহাগ সুমন। 

রাজধানীর একটি স্টুডিওতে রেকর্ড হওয়া গানটির সংগীত পরিচালনা করেছেন মোশাররফ হোসেন সেতু। গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছে এস কে আর প্রোডাকশন হাউজ। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এএস মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে বলে জানান শিল্পী সোহাগ সুমন। তিনি বলেন, এটাই প্রবাসীদের নিয়ে আমার প্রথম গান। আমি জানি একজন প্রবাসীর মনের ভিতরে কতটা কষ্ট থাকে। আমি নিজেও পরবাসে ছিলাম। তাদের অনুভূতিগুলো আমি খুব ভালো করে বুঝতে পারি। ভবিষ্যতে আরও প্রবাসীদের নিয়ে গান করার ইচ্ছা আমার। 

গানের গীতিকার কামরুল হাসান জনি বলেন, দীর্ঘদিনের পরবাস জীবনে প্রবাসীদের আবেগ-অনুভূতিগুলো বোঝার চেষ্টা করছি। সে অনুযায়ী গানের কথাগুলো সাজানো হয়েছে। শিল্পী সোহাগের উৎসাহ পেয়ে এটি প্রকাশের সিদ্ধান্ত নিলাম। গানটি দর্শক শ্রোতাদের ভালো লাগবে।