English Version
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ১২:২৭

সুশান্ত, কার্তিকের পর সারা এখন কার সঙ্গে?

অনলাইন ডেস্ক
সুশান্ত, কার্তিকের পর সারা এখন কার সঙ্গে?

সারা আলি খানের প্রথম ছবি 'কেদারনাথ'। ছবি মুক্তির আগেই প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে নাম জড়িয়ে ছিল তার। এরপর 'কফি ইউথ করন' শোয়ে বাবা সাইফ আলি খানের সামনেই জানান, তার কার্তিক আরিয়ানকে ভীষণ পছন্দ। কিন্তু সেই অনুভূতি বেশিদিন স্থায়ী হয়নি। এর মধ্যেই নারী মহলের হার্টথ্রব দক্ষিণী অভিনেতা বিজয় দেবোরাকোন্ডার সঙ্গে নাম জুড়ে গেছে তার। 

সম্প্রতি ডিজাইনার মনীশ মালহোত্রার পার্টিতে ঘনিষ্ঠভাবে বহুক্ষণ সময় কাটাতে দেখা যায় দু'জনকে। আর এরপরই শুরু হয় নতুন জল্পনা। ইতোমধ্যেই রটে গেছে বিজয় বলিউডে পা রাখতে চলেছেন। শোনা যাচ্ছে 'লিগার' ছবিতে বিজয়ের বিপরীতে দেখা যেতে পারে সারা আলি খানকে। তাহলে কি 'লিগার' ছবির হাত ধরেই শুরু হল নতুন পথচলা? যদিও সেটা সময় বলবে। 

এমনিতেও সিনেমা জগতে পা রাখা মাত্র নায়কের সঙ্গে নায়িকার নাম জুড়ে যাওয়া নতুন ঘটনা নয়। জল্পনায় কেউ কখনও পানি ঢালেন, আবার কখনও ছবির প্রচারের কারণে আরও জল্পনা হোক, এমনটাও অনেকে চান। কিন্তু সাইফ-কন্যা সারা আলি খান বলিউডে পা রাখার পর থেকেই চর্চার যেন কোনও শেষ নেই।