English Version
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ০৯:৪৪

হুইলচেয়ারে বসে বিমানবন্দরে কপিল

অনলাইন ডেস্ক
হুইলচেয়ারে বসে বিমানবন্দরে কপিল

জনপ্রিয় বলিউড কৌতুক অভিনেতা ও উপস্থাপক বিমানবন্দরে হাজির হলেন হুইল চেয়ারে বসে। এ অবস্থায় তাকে দেখে অনেকেই অবাক হয়েছেন। তবে কপিল কেন হুইল চেয়ারে বসে হাজির হলেন, সে বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি। খবর জি নিউজের।

খুব সম্প্রতি দ্বিতীয় সন্তানের বাবা হন কপিল শর্মা। তিনি পিতৃত্বকালীন ছুটি কাটাচ্ছেন। দ্বিতীয় সন্তানের জন্মের পর বেশ কিছুদিন পরিবারের সঙ্গে সময় কাটিয়ে তবেই তিনি ফের শুটিং ফ্লোরে ফিরবেন বলে স্পষ্ট জানান কপিল। এদিকে, ফেব্রুয়ারির মাঝ পথে বন্ধ হয়ে যাবে দ্য কপিল শর্মা শো। শোয়ের বেশ কিছু পরিবর্তন ঘটিয়ে তবেই তা ফিরবে শো-টি।