English Version
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২১ ২২:২১

‘পিকে’র সিক্যুয়েলে আমিরের পরিবর্তে রণবীর?

অনলাইন ডেস্ক
‘পিকে’র সিক্যুয়েলে আমিরের পরিবর্তে রণবীর?

‘পিকে’র সিক্যুয়েল আসার গুঞ্জন শোনা যাচ্ছে বলিউডে। তবে এবার আমির খানকে দেখা যাবে না, এই পার্টে প্রধান চরিত্রে অভিনয় করতে পারেন রণবীর কাপুর। ছবির প্রযোজক বিধু বিনোদ চোপড়া এমনটাই ইঙ্গিত দিয়েছেন। খবর আনন্দবাজার পত্রিকার।

বিধু জানিয়েছেন, ঠিক সময়ে ‘পিকে’র দ্বিতীয় ভাগ তৈরি হবে। প্রথম ভাগের শেষে দেখা গিয়েছিল, পিকের ‘গোলা’ দেখে তার বন্ধু পৃথিবীতে পা রেখেছিল। সেই বন্ধুর ভূমিকায় অভিনয় করেছিলেন রণবীর কাপুর। মনে করা হচ্ছে, এবার তার হাত ধরেই এগোবে বাকি গল্প। অর্থাৎ অতিথি শিল্পী থেকে রণবীরের উত্তরণ ঘটবে মূল চরিত্রে।

জানা গেছে, এই ধরনের হিট ছবির ফ্রাঞ্চাইজি বক্স অফিসে সফল হলেও, ভাল গল্প ছাড়া ছবি তৈরি করতে রাজি নন প্রযোজক বিধু বিনোদ। শুধুমাত্র অর্থ উপার্জন লক্ষ্য হলে, ‘মুন্না ভাই’ বা ‘পিকে’র একাধিক ভাগ এতদিনে তৈরি করতে পারতেন বলে দাবি করেণ তিনি।