English Version
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২১ ২২:৪৪

লিভ-ইনের পর রাজকীয় বিয়ের আয়োজন করতে চলেছেন দুর্নিবার সাহা

অনলাইন ডেস্ক
লিভ-ইনের পর রাজকীয় বিয়ের আয়োজন করতে চলেছেন দুর্নিবার সাহা

জনপ্রিয় সঙ্গীতশিল্পী দুর্নিবার সাহা ও মীনাক্ষী মুখার্জির প্রেম-পরিণয়ের খবর সবারই জানা। এবার এ জুটি রাজকীয়ভাবে বিয়ে করতে চলেছেন। মীনাক্ষীর সঙ্গে সম্পর্ক নিয়ে দুর্নিবার জানিয়েছিলেন, কাজ করতে করতে দু’জনেই বুঝতে পেরেছিলেন আমরা একে অপরের পরিপূরক। তাই ঠিক করি যে লিভ-ইন সম্পর্কে আবদ্ধ হবো। 

জানা গেছে, ২০১৭ সালেই সারেগামাপার বিখ্যাত গায়ক দুর্নিবার এবং মীনাক্ষী মুখার্জি চুপিসারে আইনিভাবে বিবাহ করেন। তবে চলতি মাসেই হচ্ছে তাদের সামাজিক বিবাহের অনুষ্ঠান। রাজকীয় এই বিয়ের অনুষ্ঠানে থাকছে নানা আয়োজন।

এর মধ্যে ২০ ফেব্রুয়ারি আইবুড়ো ভাত, মেহেন্দি, সঙ্গীত অনুষ্ঠান। ২১শে ফেব্রুয়ারি বিয়ে। আর ২৩ তারিখ বৌভাত, রিসেপশন। ওইদিন পরিবার, আত্মীয়-স্বজন সকলেই সেখানে উপস্থিত থাকবেন। বিয়ের সাজগোজে থাকবে সাবেকিয়ানার ছাপ। পাত্রের পরনে থাকবে ধুতি-পাঞ্জাবি আর মীনাক্ষীর লাল বেনারসি। সূত্র : সংবাদ অনলাইন।