English Version
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১ ১০:৩৯

‘গেম অব থ্রোনস’ দম্পতির ঘরে নতুন অতিথি

অনলাইন ডেস্ক
‘গেম অব থ্রোনস’ দম্পতির ঘরে নতুন অতিথি

‘গেম অব থ্রোনস’ দম্পতি কিট হ্যারিংটন ও রোজ লেসলির ঘরে এসেছে নতুন অতিথি। গত সেপ্টেম্বরে সন্তানের আগমনের সুসংবাদ দেন কিট-রোজ। গত মঙ্গলবার লন্ডনে ছেলে কোলে দেখা গেছে রোজকে। তার হাত ধরে ছিলেন কিট। 

কিট হ্যারিংটনের প্রতিনিধি পেজ সিক্সকে তাদের সন্তানের জন্মের খবরটি নিশ্চিত করেছেন। প্রতিনিধি আরও জানিয়েছেন, সন্তানের জন্মে কিট ও রোজ খুব আনন্দিত।  

২০১২ সালে ‘গেম অব থ্রোনস’-এর সেটে প্রথম দেখা হয় কিট হ্যারিংটন ও রোজ লেসলির। তাই দীর্ঘ আট বছর প্রেমের পর বিয়ে করেন তারা। ২০১৮ সালে স্কটল্যান্ডে রোজের পৈতৃক বাড়িতে দুজনে বসেছিলেন বিয়ের পিঁড়িতে।