English Version
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১ ১৯:৪৬

ভীষণ মিস করি আপনাকে : শাকিব খান

অনলাইন ডেস্ক
ভীষণ মিস করি আপনাকে : শাকিব খান

মৃত্যুবার্ষিকীতে মান্নাকে স্মরণ করলেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। তিনি মান্না না থাকার অভাববোধ করেন।

নিজের সোশ্যাল মিডিয়ায় শাকিব লিখেছেন, ‘আপনি ছিলেন আনপ্যারালাল। আপনার কাজগুলোতে আলাদা স্বকীয়তা ছিল। ভীষণ মিস করি আপনাকে। ১৩তম মৃত্যুবার্ষিকীতে আপনার রুহের মাগফিরাত কামনা করি। প্রিয় মান্না ভাই, যেখানেই থাকুন শান্তিতে থাকুন।’

চলচ্চিত্রে একসঙ্গে পর্দা ভাগাভাগি করেছেন মান্না-শাকিব। উল্লেখ্য, নায়ক মান্না ২০০৭ সালের ১৭ ফেব্রুয়ারি অকালে পাড়ি জমান না ফেরার দেশে।