English Version
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১ ১০:১১

নানা হলেন ডিপজল

অনলাইন ডেস্ক
নানা হলেন ডিপজল

নানা হলেন চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার মেয়ে ওলিজা মনোয়ার প্রথমবার কন্যা সন্তানের জন্ম দেন।

ওলিজা নিজেই সুসংবাদটি জানিয়েছেন। তিনি মেয়ের নাম রেখেছেন ওরাহ রহমান ওযজি। মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন।

কন্যার সঙ্গে ছবি প্রকাশ করে ওলিজা ফেসবুকে লেখেন, ‘আলহামদুলিল্লাহ্‌। আমাদের কন্যা সন্তান হয়েছে। দেখুন-ওরাহ রহমান ওযজি’কে। মনোয়ার পরিবারের প্রথম নাতনী। আমাদের জন্য প্রার্থনা করবেন। আল্লাহ হুম্মা বারিকলানা।’ প্রসঙ্গত, ২০১৮ সালের ১৯ জুন রাজধানীর একটি অভিজাত হোটেলে গাঁটছড়া বাঁধেন ওলিজা ও অর্পণ রহমান।