English Version
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ২১:৪৪

যে কারণে ঢাকায় ফিরতে চাচ্ছেন না জয়া

অনলাইন ডেস্ক
যে কারণে ঢাকায় ফিরতে চাচ্ছেন না জয়া

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন পর ঢাকা থেকে দুই সপ্তাহ আগে কলকাতায় যান জয়া আহসান। সেখানে তিনি পরিচালক সৌকর্য ঘোষাল ও চিত্রভানু বসুর দুটি সিনেমার শুটিংয়ে অংশ নেবেন। 

এই দুটি সিনেমার শুটিংয়ের মধ্যে জয়া আহসানের ১০ দিনের ছুটি আছে। তবুও এই ছুটিতে ঢাকায় ফিরতে চাইছেন না তিনি। কেন জয়া ঢাকায় ফিরতে চাচ্ছেন না? 

এর জবাব তিনি ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন।  গণমাধ্যমটিতে জয়া বলেন, ‘সিনেমা দুটির মধ্যে প্রায় ১০ দিনের ব্যাবধান আছে। তবে আমি বাংলাদেশে ফিরে যাব না। করোনার সময়ে বিমানবন্দরগুলো বেদনাদায়ক হয়ে গেছে। একটা সময় আমি কলকাতায় সকালের নাস্তা করে ঢাকায় ফিরে মায়ের রান্না করা দুপুরের খাবার খেতাম। সেটা সহজ ছিল। এখন প্রতিবার ভ্রমণ করার সময় আমাকে করোনার পরীক্ষা করতে হবে। সে কারণে আমি বরং এখানেই (কলকাতা) থাকব। কাজ শেষ করব। এরপর বাড়ি ফিরে যাব।’