English Version
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ২১:৪৪

অভিষেকে সাংবাদিকের ভূমিকায় আমিরপুত্র জুনাইদ

অনলাইন ডেস্ক
অভিষেকে সাংবাদিকের ভূমিকায় আমিরপুত্র জুনাইদ

বলিউড সিনেমায়  আমির খানের ছেলে জুনাইদ খানের অভিষেক হতে যাচ্ছে। যশরাজ ফিল্মসের ‘মহারাজা’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় দিয়ে আত্মপ্রকাশ হচ্ছে তার। আজ সোমবার থেকে সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে।

ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার খবরে বলা হয়েছে, গত বছর থেকেই সিনেমাটি নিয়ে যশরাজ ফিল্মসের সঙ্গে কথা হয়ে আসছিল আমিরের ছেলের। সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ পি মালহোত্রা।

সিনেমাতে জুনাইদসহ আরও অভিনয় করেছেন অর্জুন রেড্ডি, শালিনী পান্ডে, শর্বরী ওয়াগ ও জয়দীপ আহলাওয়াত। ১৮৬২ সালের ‘মহারাজ লিবেল মামলা’র গল্প অবলম্বনে তৈরি হচ্ছে সিনেমাটি। এতে জুনাইদকে সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে।