English Version
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ১২:১০

নুসরাতকে ‘মিস’ করছেন নিখিল; তুমি এখন অচেনা, আমি কিন্তু একই আছি!

অনলাইন ডেস্ক
নুসরাতকে ‘মিস’ করছেন নিখিল; তুমি এখন অচেনা, আমি কিন্তু একই আছি!

ওপার বাংলার সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান ও নিখিল জৈনের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন বহু দিনের। একে-অপরকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করা থেকে শুরু করে আলাদা বাড়িতে পর্যন্ত থাকছেন তারা। এর মধ্যে এই অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে আরেক অভিনেতা যশ দাশগুপ্তের। খবর নিউজ এইটটিনের।

তবে আজ ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবসে নিখিল কি মিস করছেন স্ত্রী নুসরাতকে? তার ইনস্টাগ্রাম পোস্ট তো অন্তত এমনই ইঙ্গিত দিচ্ছে। এই বিশেষ দিবসে নিজের ছবি পোস্ট করে নিখিল যা লিখেছেন তাতেই নেটিজেনদের আন্দাজ তিনি বুঝি নায়িকা স্ত্রীকে মিস করছেন! 

পোস্ট করা ছবিতে দেখা গেল, এক পাহাড়ি নির্জন এলাকায় একাকী বসে রয়েছেন নিখিল। কিছুটা আনমনাও দেখাচ্ছে তাকে। এই ছবিটি যদিও তাদের বিয়ের সময়ে তুরস্ক থেকে তোলা। তবে, আজ ভালোবাসা দিবসে নিজের একাকীত্ব বোঝানোর জন্যই তিনি সম্ভবত এই ছবিটি বেছে নিয়েছেন। যেখানে নিখিল লিখেছেন, ওহ আমি দুঃখিত!… বলছি তুমি কী কথা দিয়েছিলে আমাকে! আর এখন তুমি বদলে গিয়ে সম্পূর্ণ এক অন্য, অচেনা মানুষ হয়ে গেছো। কিছু মনে করো না, আমি কিন্তু একই আছি!” পোস্টে নাম না নিলেও দেখে বুঝতে আর বাকি থাকে না যে, তিনি নুসরাতকে উদ্দেশ্য করেই একথা বলেছেন।