English Version
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২১ ১০:৪০

সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং, অভিনব প্রতিবাদ দীপিকার

অনলাইন ডেস্ক
সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং, অভিনব প্রতিবাদ দীপিকার

এমন কোনও তারকা নেই, যে কিনা সোশ্যাল মিডিয়ায় ট্রোলের সম্মুখীন হননি। কেউ সরাসরি সরব হন, আবার কেউ একদমই পাশ কাটিয়ে যান। দিনের পর দিন অযথা কুমন্তব্য, গালিগালাজ আর সহ্য করতে না পেরে মুখ খুলেই ফেললেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। 

ইনস্টাগ্রামের স্টোরিতে কোনও এক অনুগামীর নাম, মেসেজসহ স্ক্রিনশট তুলে পোস্ট করেছেন দীপিকা। যে ভাষায় সেই ব্যক্তি কথা বলেছেন, সেসব নিয়ে আলাদা করে কিছু না বলে, শুধু লিখেছেন, "ওয়াও! তোমার পরিবার এবং বন্ধুবান্ধব নিশ্চয়ই তোমাকে নিয়ে গর্ববোধ করেন!" 

তবে বেশিক্ষণ এই পোস্টটি রাখেননি দীপিকা। কিছুক্ষণের মধ্যেই ডিলিট করে দেন স্টোরি থেকে। কিন্তু ততক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছেয়ে যায় সেই স্ক্রিনশটটি।  বছরের শুরু থেকেই বিভিন্নভাবে চমকে দিচ্ছেন দীপিকা পাড়ুকোন। কখনও তার সোশ্যাল মিডিয়ার পোস্ট, আবার কখনও নতুন সিনেমার খবর। শোনা যাচ্ছে খুব শিগগিরই নাকি মুক্তি পেতে চলেছে রণবীর সিং, দীপিকা অভিনীত '৮৩'। অন্যদিকে জোর কদমে চলছে 'পাঠান' ছবির প্রস্তুতি। বহুবছর পর দীপিকা-শাহরুখ জুটির অভিনয় দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকেরা।