English Version
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২১ ১০:৫৫

ভালবাসার মানুষের সঙ্গে থাকলে প্রতিদিনই ভ্যালেন্টাইস ডে : মিথিলা

অনলাইন ডেস্ক
ভালবাসার মানুষের সঙ্গে থাকলে প্রতিদিনই ভ্যালেন্টাইস ডে : মিথিলা

আলোচিত অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ‘লভ অন দ্য গ্যাঞ্জেজ’ অর্থাৎ গঙ্গাবক্ষে ভালবাসা ক্যাপশনে ইন্সটাগ্রামে একটি পোস্ট দিয়েছেন। সেখানে দ্বিতীয় স্বামী সৃজিত মুখার্জি ও তার বেশ কয়েকটি ছবি কোলাজ করে শেয়ার করেছেন। 

আসন্ন ভ্যালেন্টাইস ডে নিজের পরিকল্পনা জানিয়েছেন এই মিথিল। জানা গেছে, চলতি বছরের ভ্যালেন্টাইস ডে সৃজিত-মিথিলার কাছে অন্যরকম হতে চলেছে। অন্তত তেমনটাই দাবি করলেন মিথিলা নিজেই। কারণ হিসেবে তিনি বললেন, আগামী ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশে কাটাবেন। 

সৃজিতের জন্য বিশেষ কোনও উপহারের ভাবনা নেই মিথিলা জানান, ‘গিফট আলাদা করে দেওয়ার কিছু নেই। এমনি তো দেওয়া চলতেই থাকে। আর আমার তো মনে হয়, ভালবাসার মানুষটার সঙ্গে থাকলে প্রতিদিনই ভ্যালেন্টাইস ডে।’

 

সূত্র : টিভিনাইন।