English Version
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১ ২০:৫২

ফেনীতে ১২ হাজার প্রতিযোগীর অংশগ্রহণে ম্যারাথন

অনলাইন ডেস্ক
ফেনীতে ১২ হাজার প্রতিযোগীর অংশগ্রহণে ম্যারাথন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ও জেলা প্রশাসনের সমন্বয়ে ফেনীতে ১২ হাজার লোকের ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে। সকালে ফেনী সার্কিট হাউজস্থ বিজয়সিংহ দিঘীর পাড়ে এ ম্যরাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদজজামান। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার খোন্দকার নরুন্নবী, সিভিল সার্জন মীর মোবারক হোসাইন, সেনাবাহিনীর ২৮মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারী'র মেজর মাহমুদ হাসান তারিপ।।

মেজর মাহমুদ হাসান তারিপ জানান, ২৮ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি আয়োজনে জেলার ৬ উপজেলায় ম্যারাথন অনুষ্ঠিত হচ্ছে। ম্যারাথনের অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে মোবাইল অ্যাপস উন্মুক্ত করা হয়। ১৬ বছরের ঊর্ধ্বে নারী-পুরুষ ম্যারাথনে অংশ নিতে পারবেন। ১৫ ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে। ৫ কিলোমিটার, ১০ কিলোমিটার, ২১ কিলোমিটার ও ৪২ কিলোমিটারের ৪টি ইভেন্টে ১২ হাজার মানুষ অংশ নেবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।