English Version
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১ ১২:২১

সম্পর্ক টিকিয়ে রাখতে এগিয়ে আসতে হয় দুইজনকেই, বললেন প্রিয়াঙ্কা

অনলাইন ডেস্ক
সম্পর্ক টিকিয়ে রাখতে এগিয়ে আসতে হয় দুইজনকেই, বললেন প্রিয়াঙ্কা

সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে দুইজনকেই এগিয়ে আসতে হয়। একে অপরের সাহায্য ছাড়া কোনওভাবেই সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়। বিয়ের ২ বছর পর এভাবেই মত প্রকাশ করলেন প্রিয়াঙ্কা চোপড়া।

একটি  সাক্ষাতকারে সম্প্রতি হাজির হন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে হাজির হয়ে অভিনেত্রী বলেন, ছোট থেকে বাবা, মাকে দেখে আসছেন। তাদের মধ্যে কী ধরনের সম্পর্ক, তাও দেখছেন। সবকিছু দেখেশুনে এটাই মনে হয়, যে কোনও ধরনের সম্পর্ক টিকিয়ে রাখতে গেলেই একে অপরকে সাহায্য করে এগিয়ে আসতে হয়

নিকের বাবা-মাকেও দেখছেন, কীভাবে তারা একে অপরের কাছে থেকে, পাশে থেকে সম্পর্ক আগলে রেখেছেন। নিক এবং তিনিও সেই রাস্তাতেই হাঁটছেন। একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থেকে তারা সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চাইছেন বলেও মন্তব্য করেন প্রিয়াঙ্কা চোপড়া ।

একটা সম্পর্ককে টিকিয়ে রাখতে হলে, কখনওই সব সময় নিজের কথা ভাবলে চলে না। সঙ্গী কী ভাবছেন, তার মনে কী চলছে, সবকিছু ভেবে নিয়ে তবেই চলা উচিত। সঙ্গীর সঙ্গে নিজের মনের তাল মিলিয়ে চললে, তবেই যে কোনও সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয় সম্ভব বলেও মন্তব্য করেন প্রিয়াঙ্কা চোপড়া ।