English Version
আপডেট : ৯ ফেব্রুয়ারি, ২০২১ ২০:৩০

টিকা নিলেন সুবর্ণা মুস্তাফা

অনলাইন ডেস্ক
টিকা নিলেন সুবর্ণা মুস্তাফা

অভিনেত্রী, নির্মাতা ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা করোনাভাইরাসের টিকা নিলেন। 

সোমবার দুপুরে জাতীয় সংসদ ভবনে করোনা টিকা নিয়েছেন বলে জানান তিনি।

ওই মুহূর্তের ছবি ফেইসবুকে শেয়ার করে সুবর্ণা লেখেন, “ভ্যাকসিন নেওয়া সম্পন্ন হলো আমার। জনগণের যত্ন নেওয়ার জন্য প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ। জয় বাংলা।” 

সুবর্ণা মুস্তাফা ক্যারিয়ারের শুরু করেন মঞ্চে অভিনয় করার মাধ্যমে। এরপর আশির দশকে টিভিতে অভিষিক্ত হন তিনি। অভিনয় করেছেন ঘুড্ডি, নয়নের আলো, নতুন বউ, গহীন বালুচরে, হেডমাস্টারসহ কয়েকটি চলচ্চিত্রে।

সুবর্ণা মুস্তাফা বিখ্যাত অভিনেতা গোলাম মুস্তাফার মেয়ে। তিনি অভিনয়ের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পেয়েছেন রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক। বর্তমানে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য।