English Version
আপডেট : ৯ ফেব্রুয়ারি, ২০২১ ১৪:৩৫

আন্তর্জাতিক মঞ্চে পুরস্কৃত ‘আকাশি পুলওভার’ এখন বঙ্গ-তে

অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক মঞ্চে পুরস্কৃত ‘আকাশি পুলওভার’ এখন বঙ্গ-তে

আন্তর্জাতিক মঞ্চে তিনটি পুরস্কার জেতা সিনেমা ‘আকাশি পুলওভার’-এর ডিজিটাল ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়ে গেল বঙ্গ-তে। যাদের সাবস্ক্রিপশন রয়েছে তারাই এখানে উপভোগ করতে পারবেন ভিন্নধর্মী এই বাংলা সিনেমাটি। 

বিশ্বমঞ্চে এতোগুলো পুরস্কার জেতা ছবির গল্পটিও বেশ চমকপ্রদ। একজন নিঃসঙ্গ বৃদ্ধা যিনি একটি বাড়িতে একাই থাকেন। তার সঙ্গে থাকেন গৃহপরিচারিকা। বৃদ্ধা ওই নারী পরিচারিকার বিয়ে দিয়েছেন, কিন্তু স্বামীর সঙ্গে ঘর করতে দেন না। তিনি নিজেও কখনও স্বামীর সংসার করেননি। তিনি একা একাই একজন সেলাই দিদিমণি হিসাবে কাজ করতেন। হঠাৎই তার জীবনে আসেন এক ছেলে। আর এই প্রেক্ষাপট নিয়েই গল্প এগোয়। 

চিলির আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানিত হয়েছে ছবিটি। সাউথ ফিল্ম অ্যান্ড আর্ট অ্যাকাডেমি ফেস্টিভ্যালে বেস্ট ড্রামা ফিচারে গে অ্যাওয়ার্ড পেয়েছে ‘আকাশী পুলওভার’। পরিচালক অর্ফিউস মুখোটি পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন অলকানন্দা রায়, সমদর্শী দত্ত, রুপা ভট্টাচার্য প্রমুখ।