English Version
আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০২১ ১২:২৫

রাখির ওপর চটেছেন সালমান

অনলাইন ডেস্ক
রাখির ওপর চটেছেন সালমান

বলিউড সুপারস্টার সালমান খান। ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের সঞ্চালকও তিনি। বর্তমানে এই রিয়েলিটি শোয়ের ১৪তম সিজন চলছে।

এদিকে অভিনেত্রী রাখি সাওয়ান্তের ওপর ভীষণ চটেছেন সালমান। বিগ বস ‘উইকেন্ড কা বার’-এর নতুন এক প্রোমোতে রাখিকে ধমকের সুরে কথা বলেছেন এই অভিনেতা। তাকে ভাষা সংযত করতে ও প্রতিযোগীদের সঙ্গে বাজে আচরণ না করার জন্য বলেছেন তিনি।

এছাড়া ভিডিও ক্লিপে রাখির সঙ্গে কথোপকথনের সময় সালমান জানান, তিনি সবসময়ই তাকে সহযোগিতা করেছেন। কিন্তু বিনোদনের নামে তিনি যখন সীমা ছাড়িয়ে যাচ্ছেন এখন তার সমালোচনা করছেন।

সালমান খান বলেন, ‘আপনি প্রতিযোগীদের বিরুদ্ধে নানা অভিযোগ করেন, তাদের চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন।’ এরপর রাখি তার স্বপক্ষে কথা বলতে গেলে তাকে থামিয়ে দিয়ে ‘দাবাং’ অভিনেতা বলেন, ‘আমি সবসময়ই সহযোগিতা করেছি। যদি এটাই বিনোদন হয় তবে আমাদের এই ধরনের বিনোদনের প্রয়োজন নেই। যদি সীমা অতিক্রম থেকে নিজেকে বিরত না রাখতে পারেন, তাহলে এই শো ছেড়ে যেতে পারেন।’ এছাড়া প্রোমোতে অন্য প্রতিযোগীদের ওপরই ক্ষোভ প্রকাশ করেন সালমান।

‘বিগ বস’ রিয়েলেটি শোয়ের সঞ্চালনার পাশাপাশি ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ সিনেমার শুটিং করছেন সালমান খান। এছাড়া মুক্তির অপেক্ষায় এই অভিনেতার ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমাটি।