English Version
আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০২১ ১৬:৩৭

শাহরুখ কন্যার স্কার্টে সানায়ার ঝড়

অনলাইন ডেস্ক
শাহরুখ কন্যার স্কার্টে সানায়ার ঝড়

সঞ্জয় কাপুর এবং মাহিপ কাপুরের কন্যা বলিউডের অন্যতম স্টারকিড সানায়া কাপুর চোখ ধাঁধানো নাচে মুগ্ধ করলেন ভক্ত ও নেটিজেনদের। 

সম্প্রতি সানায়ার সাদা স্কার্ট আর ক্রপ টপ পরে অসাধারণ বেলি ড্যান্সের ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয়েছে বলিউড পাড়ায়। সামাজিক মাধ্যমে বিভিন্ন সময়ে আলোচনায় থাকা সানায়া নিজের নাচের ছবি নিজেই ইন্সটাগ্রামে পোস্ট করেছেন। ক্যাপশনে মজার ছলে লিখেছেন, 'প্রিয় বান্ধবী সুহানা খানের কাছ থেকে স্কার্কটি চুরি করেছি'।  আগামীতে বলিউডের স্থায়ী আসন গড়ার জন্য এখন থেকে নিজেকে প্রস্তুত করছেন তিনি।