English Version
আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০২১ ১২:২৬

অস্কারজয়ী অভিনেতা ক্রিস্টোফার আর নেই

অনলাইন ডেস্ক
অস্কারজয়ী অভিনেতা ক্রিস্টোফার আর নেই

অস্কারজয়ী কানাডিয়ান অভিনেতা ক্রিস্টোফার প্লামার আর নেই। ৯১ বছর বয়সে স্থানীয় সময় শুক্রবার সকালে মারা গেছেন তিনি। ‘‌দ্য সাউন্ড অব মিউজিক’‌-এর ক্যাপ্টেন ভন হিসেবেই তাকে চেনে সারাবিশ্ব। খবর : বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালে কানেকটিকাটে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এ সময় তার পাশে ছিলেন স্ত্রী এলাইন টেলর।

২০১২ সালে ‘‌বিগিনার্স’‌ ছবির জন্য অস্কার পেয়েছিলেন ক্রিস্টোফার। এছাড়া ২০১০ সালে ‘দ্য লাস্ট স্টেশন’ এবং ২০১৮ সালে ‘অল দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড’র জন্য মনোনীত হয়েছিলেন তিনি। ১৯৫৮ সালে ‌‘স্টেজ স্ট্রাক’ দিয়ে তার চলচ্চিত্র জীবন শুরু হয়। এরপর টানা ৫০ বছর ধরে বিভিন্ন চরিত্রে অভিনয় করে গেছেন তিনি। তবে দ্য সাউন্ড অব মিউজিক (১৯৬৫)-এর ক্যাপ্টেন ভনের চরিত্র তাকে সবচেয়ে বেশি জনপ্রিয়তা দিয়েছিল।