English Version
আপডেট : ৫ ফেব্রুয়ারি, ২০২১ ২২:৪৩

কপালে গর্ত করে হিরা বসালেন মার্কিন গায়ক!

অনলাইন ডেস্ক
কপালে গর্ত করে হিরা বসালেন মার্কিন গায়ক!

কপাল গর্ত করে হিরা বসালেন লিল উজি ভার্ট নামে আমেরিকান একজন র‌্যাপার গায়ক। কপাল গর্ত করে ১৭৫ কোটি টাকার হিরা বসিয়েছেন তিনি। 

এই মার্কিন গায়েকের আসল নাম সিমের উডস। তার অভিনব এ চিন্তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ওই ভিডিওতে দেখা যায় কপালে গর্ত করে বড় একটি গোলাপি হিরা বসিয়ে মাথা ঝাকাচ্ছেন লিল উজি ভার্ট। সেই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন ‘Beauty is Pain’।