English Version
আপডেট : ৫ ফেব্রুয়ারি, ২০২১ ২২:৪২

কৃষকদের জন্য টুইট করতে ১০০ কোটি নিয়েছেন রিহানা, কঙ্গনার দাবিতে তোলপাড়

অনলাইন ডেস্ক
কৃষকদের জন্য টুইট করতে ১০০ কোটি নিয়েছেন রিহানা, কঙ্গনার দাবিতে তোলপাড়

ফের বিস্ফোরক মন্তব্য করলেন কঙ্গনা রানাওয়াত। তিনি বলেন, কৃষক আন্দোলন নিয়ে টুইটের জন্য মার্কিন পপস্টার রিহানা ১০০ কোটি রুপি নিয়েছেন। খবর জি নিউজের।

আন্দোলন নিয়ে রিহানার টুইটের পর থেকেই তার ‍বিরুদ্ধে টানা নানা মন্তব্য করে চলেছেন কঙ্গনা। কঙ্গনা আরও বলেন, করোনা মহামারির জেরে মার্কিন মুলুক যখন জর্জরিত, সেই সময় কেন মুখ খোলেননি রিহানা। 

এমনকী, ক্যাপিটল হিলে হামলার সময়ও মুখ বন্ধ ছিলো তার। তাহলে হঠাৎ করে কেন ভারতের কৃষক আন্দোলন নিয়ে রিহানা মুখ খুলতে গেলেন বলে প্রশ্ন তোলেন কঙ্গনা। সূত্র : জি নিউজ।