English Version
আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০২১ ২২:৫৫

ছয় বোকাকে নিয়ে সারা শহর জুড়ে কী করছেন ফারুকী

অনলাইন ডেস্ক
ছয় বোকাকে নিয়ে সারা শহর জুড়ে কী করছেন ফারুকী

চলচ্চিত্র ও বিজ্ঞাপন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ছয় বোকাকে নিয়ে শহরের নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। সাথে রয়েছে তার শুটিং ইউনিট। পুরো ইউনিটসহ ঢাকা শহরের বিভিন্ন রাস্তার মোড়ে, বাড়ির ছাদে, বাসস্ট্যান্ডে, লেকের পাড়ে দেখা গেছে তাকে।

এই ছয় বোকা আসলে কারা কিংবা তিনি কী উদ্দেশ্যে তাদের নিয়ে ঘুরছেন জানতে চাইলে ফারুকী বলেন, “ছয়জন বোকাকে নিয়ে কী করছি, সেটা সময় হলেই জানতে পারবেন। আপাতত এটুকু বলা যায়, এই ছয়জন বোকাকে চালাক বানানোর চেষ্টা করছি। কারণ এই যুগে চোখ, কান খোলা না রাখলে চলে না। আগে ওদের একটু চালাক বানাই, পরে বিস্তারিত বলব।”

তার কথায় বোঝা যায় একটু অপেক্ষা করলেই পুরো বিষয়টি জানা যাবে। তাই ফারুকীর অনুরোধ, সজাগ থাকুন, জানতে পারবেন। আশা করা যায় এবারও তিনি দর্শকদের নতুন কিছু দেখার সুযোগ করে দেবেন। তবে অনুমান করা হচ্ছে, আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন এই তারকা নির্মাতা নতুন একটি কাজের উদ্যোগ নিয়েছেন। যা দেখার জন্য শুধু সময়ের অপেক্ষা। নতুন কাজটি বিজ্ঞাপন, নাটক, চলচ্চিত্র নাকি ওয়েব সিরিজ তা জানা যাবে খুব দ্রুত।